অ্যাপোলোর বিল পরিশোধ করলেন রিজভী
অবশেষে অ্যাপোলো হাসপাতালের বিল পরিশোধ করলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে অন্য লোকের মাধ্যমে হাসপাতালের পাওনা টাকা পাঠিয়ে দেন তিনি।
অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিল পরিশোধ না করেই চলে যান বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন অভিযোগ এনে বুধবার সকালে পাওনা বিল আদায়ের জন্য ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, রিজভী পালিয়ে যাওয়ার পর এ ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ একজন কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বলে জানা গেছে। তবে তা খুবই গোপনীয়তার মধ্যে করা হচ্ছে।
হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সবার অগোচরে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান রিজভী।
মফিজুল আরো জানান, ‘ভর্তির সময় তিনি (রিজভী) কিছু টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়েছিলেন। এরপর তিনি আর কোনো টাকা জমা দেননি। বকেয়া বিল পরিশোধ না করেই, কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গেছেন তিনি।’
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু