ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতিসংঘের সদর দফতরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে পুলিশের ছোঁড়া পেপার স্প্রে ও টিয়ার গ্যাসে অসুস্থ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিবাদ জানান নেতা কর্মীরা।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান, শরাফত হোসেন বাবু ও জসীম উদ্দিন ভুঁইয়ার নেতৃত্ব এ বিক্ষোভ সমাবেশে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে পুলিশ বাহিনী পেপার স্প্রে আর টিয়ার গ্যাস ছুঁড়ে চরম অন্যায় করেছে। এটা অমার্জনীয়।

তিনি আরো বলেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই পুলিশ পিপার স্প্রে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বিশ্বের কোন সভ্য দেশে এমন নজির নেই যেখানে বিরোধীদলের নেতা-কর্মীদের দমন করার জন্য সরকারিভাবে অত্যাচার চালিয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে যুক্তরাষ্ট্রেও তারা সরকার পতনের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, হেলাল উদ্দিন, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ খালেক আকন্দ, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, এমএসআই শাহীন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, তোফায়েল চৌধুরী লিটন, নুরুল আমীন পলাশ, সরোয়ার খান বাবু, আশরাফ হোসেন, আমানত হোসেন আমান, রফিকুল ইসলাম ডালিম, শেখ হায়দার আলী, রেজাউল আজাদ ভুঁইয়া, রুহুল আমিন নাসির প্রমুখ।