অবরোধ অব্যাহত থাকবে: খালেদা জিয়া
‘দু:শাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র’ পূনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য জোটের সব নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ‘অবরুদ্ধ’ বেগম খালেদা জিয়া।
বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সালাউদ্দিন জানান, চলমান আন্দোলনে যারা সরকারি ‘পেটোয়া বাহিনীর’ হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভুতি ও সমবেদনা জানিয়েছেন খালেদা জিয়া।
তিনি বলেন, ‘অবরোধ কর্মসূচি স্থগিত করা হচ্ছে মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিএনপির পাঁচ কর্মসূচি প্রকাশ
- ২ কোনো দল যেন নির্বাচনে কারচুপির স্পর্ধা না দেখায়: রুমিন ফারহানা
- ৩ ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ ঘুষ দেওয়া লাগবে না তো
- ৪ নতুন রূপে ফ্যাসিবাদ এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমিরের
- ৫ ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের প্রচারণা শুরু