বিএনপিকে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী
বিএনপিকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে গণভবনে দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দেন।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে গণভবনের ওই বৈঠকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় নেতা ড. আবদুর রাজ্জাক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আহমদ হোসেন, এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ওই দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের ঘটনা সম্পর্কে দলের নেতাদের কাছ থেকে জানতে চান। তখন নেতারা তাকে জানান, সরকারের বিরুদ্ধে গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের তথাকথিত আন্দোলন শক্তিশালী করতে বিএনপির সমর্থক সাংবাদিকদের সহযোগিতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আশ্রয় নেন। এটা সাধারণ সাংবাদিকদের ইচ্ছের বিরুদ্ধে করে বিএনপি সমর্থক জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। পরে সাধারণ সাংবাদিকরা এ নিয়ে সোচ্চার হন।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চোখ-কান খোলা রাখার পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে- যাতে বিএনপি কোনো ক্ষতি না করতে পারে।