ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অজ্ঞাতস্থান থেকে রিজভীর আর্তনাদ

প্রকাশিত: ০৯:৩১ এএম, ১১ জানুয়ারি ২০১৫

রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গোপনে বের হয়ে যাওয়ার পর থেকেই অজ্ঞাতস্থান থেকে চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বার বার নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

গুলশান ও বনানী এলাকার অজ্ঞাতস্থান থেকে তিনি তার পরিচিত সাংবাদিকদের মাধ্যমে বা বিবৃতি পাঠিয়ে তার বক্তব্য গণমাধ্যমে দেয়ার চেষ্টা এখনো অব্যহত রেখেছেন। এসব বক্তব্য বা বিবৃতিতে বিএনপির অবরোধ সফল করার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে। এর আগে নয়া পল্টন দলীয় কার্যালয় থেকে এক দিনে সর্বাধিক সাত বার সংবাদ সম্মেলন করেও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

রাজপথের আন্দােলনকে সংবাদ সম্মেলন ও বিবৃতি নির্ভর করা এই শীর্ষ নেতা এখনো তৎপর রয়েছেন তার নিজস্ব কৌশলে। ৫ জানুয়ারি খালেদা জিয়া কর্তৃক অনিদির্ষ্টকালের অবরোধ ঘোষণার পর থেকেই প্রতিদিনই অজ্ঞাতস্থান থেকে তিনি বিবৃতি পাঠাচ্ছেন বা তার আস্থাভাজন সাংবাদিকদের মাধ্যমে তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করছেন।

সর্বশেষ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ চালিয়ে যেতে আবারো নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে অবরোধ বন্ধে আইনের আশ্রয় নেওয়ার বক্তব্য দেওয়ার পরদিন তিনি এ আহ্বান জানান।

রোববার গুলশানের একটি অজ্ঞাতস্থানে তার পরিচিত কয়েকজন সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, ‘আমি বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন। এই কর্মসূচি চলবে।’

ইজতেমা চলাকালে অবরোধ অব্যাহত রাখায় আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি দিয়ে নাকি ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের কথা শুনে বিস্মিত হতে হয়। ‘যারা কিনা হেফাজতের সমাবেশে কোরআন মুখস্থ পড়া ছেলেদের নির্বিচারে হত্যা করেছে, যাদের গণজাগরণ মঞ্চের একজন ব্লগার রসুলের (সা.) বিরুদ্ধে কটূক্তি করে, যাদের দলের একজন মন্ত্রী আল্লাহ, মহানবী রসুল (সা.), তাবলীগ জামাত ও আল্লাহ সম্পর্কে বাজে কথা বলার পরও তাকে কারাগারে জামাই আদরে রাখা হয়েছে তারা আজ ইসলামের সেবক সেজেছে।’

এ সময় চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমএম/আরএস/ এমএএস