ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

তারেক রহমানকে ফেরত পাঠাতে সরকারের চিঠি

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৫

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত এ চিঠি বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। সেখান থেকে চিঠিটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারের উচ্চপদস্থ সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি সূত্রগুলো জানায়,  লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হান্নান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন এবং যত দ্রুত সম্ভব ওই চিঠি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। সরকার এই প্রথমবারের মতো তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানালো।

সেনাবাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে জামিনে থাকাকালীন তারেক রহমানকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তখন থেকে অদ্যাবধি সপরিবারে লন্ডনেই রয়েছেন তিনি। সেখান থেকেই স্থানীয় বিএনপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সরকারবিরোধী ও বিতর্কিত মন্তব্য করছেন। দেশে চলমান সহিংসতা উস্কে দেওয়ার জন্য তারেক রহমান বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছেন বলেও সরকার মনে করে। এছাড়া সম্প্রতি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তার বিভিন্ন বিতর্কিত মন্তব্যে ভীষণ প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারিমহল।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লন্ডনে বিএনপির এক জনসভায় তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলে অভিহিত করেন। তার এ মন্তব্যে সরকারসহ দেশব্যাপী বিভিন্ন মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি তার বাবা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং প্রথম রাষ্ট্রপতি বলেও দাবি করেন।