কার্যালয় থেকে বের হবেন না খালেদা
নিরাপত্তা পুরোপুরি শিথিল করা হলেও সোমবার গুলশান কার্যালয়ে থেকে বের হবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান অফিসের একটি বিশ্বস্থ সূত্র তথ্যটি জাগোনিউজকে নিশ্চিত করেছে।
এদিকে কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের পর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন দি মান্থলি এনভয় পত্রিকার সম্পাদক আবদুল রহিম। সােমবার দুপুর ১টা ৪০ মিনিটে কোন বাঁধা ছাড়াই তিনি কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রটোকোল অফিসার তার পরিচয় জানার পর তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেন।
এদিকে কার্যালয়ের প্রবেশের ৮৬ নং রোডের মাথায় থানা পুলিশের বেস্টনি খুলে দেয়ায় আগের মতোই স্বাভাবিকভাবে এসব এলাকায় যানবাহন ও মানুষ চলাচল করছেন।
এমএইচ/এআরএস