র্যাব-পুলিশ ও বিজিবি দিয়ে কতদিন চলবে : মুস্তফা কামাল

র্যাব, পুলিশ ও বিজিবি দিয়ে খুব বেশি দিন আইন শৃংখলা রক্ষা ও পরিবহন ব্যবস্থা সচল রাখা যাবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভা শেষে সাংবাদিকদের বিফ্রিং কালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, এভাবে চলা যায় না। আমাদের স্থায়ী সমাধানে আসতে হবে। এই জ্বালাও পোড়াও থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে অর্থনীতি ক্ষতি গ্রস্থা হবে। সসিংসতা বন্ধ হতে হবে। সমাধান খুজে বের করতে হবে। রাজনীতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে।
তার মতে, রাজনীতিকরা অপরাধ করলে তাদের সাজা দেওয়া যেতে পারে। তবে নিরীহ সাধারণ মানুষকে কেন। গাড়ি চালক, শিক্ষার্থীরা কেন পুড়ছে। তাদের হত্যা করতে পারি না। সাধারণ মানুষকে রাজনীতির উপকরণ করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, সহিংস রাজনীতি কেউ চায়না। অর্থনীতি ভালো চলছিলো। অনেক দূর এগিয়ে এখন বাধার মধ্যে পড়ছি।
এসআর/আরএস
বিজ্ঞাপন
সর্বশেষ - রাজনীতি
- ১ আমিরের নেতৃত্বে চীনের উদ্দেশ্যে জামায়াত প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
- ২ জুলাই-আগস্টের শহীদদের স্বরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
- ৩ জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে চায় বিএনপি
- ৪ রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায়: রিজভী
- ৫ ৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত