দেশে রাজনৈতিক সঙ্কট নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। খালেদা জিয়া যে রাজনৈতিক সঙ্কটের কথা বলেছেন তা মূলত পেট্রোলবোমার সন্ত্রাস। মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে খালেদা জিয়ার সোমবারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
হানিফ বলেন, `খালেদা জিয়া জাতির সামনে মিথ্যাচার করেছেন। তার এ মিথ্যাচারে সমগ্র জাতি হতবাক ও লজ্জিত। খালেদা জিয়া ও তার ছেলের মামলায় শাস্তি অনিবার্য জেনেই হরতাল ও অবরোধ চাপিয়ে দিয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে ১৪ দল বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ শুরু করেছে, ক্রমশ তা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ ও অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবদুস সাত্তার, সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, এ কে এনামুল হক শামীম প্রমুখ।
-এএইচ
বিজ্ঞাপন
সর্বশেষ - রাজনীতি
- ১ আমিরের নেতৃত্বে চীনের উদ্দেশ্যে জামায়াত প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
- ২ জুলাই-আগস্টের শহীদদের স্বরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
- ৩ জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে চায় বিএনপি
- ৪ রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায়: রিজভী
- ৫ ৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত