ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

লালবাগে বোমা বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন

প্রকাশিত: ১০:০৪ এএম, ২১ জানুয়ারি ২০১৫

রাজধানীর লালবাগের একটি বাসায় বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাপ্পি (২৫), রিপন (৬) এবং হ্যাপি (১২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালবাগ জোনের ডিসি মফিস উদ্দিন আহমেদ জানান, ওই বাসায় বোমা বানানো হচ্ছিল, এ সময় হটাৎ বোমা বিস্ফোরণে দুই শিশুসহ বাপ্পি আহত হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোজাম্মেল হক জানিয়েছেন, বোমার আঘাতে বাপ্পির ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া রিপন ও হ্যাপির শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

জেইউ/আরএস