ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য আদিম শিকারির প্রতিধ্বনি : রিজভী

প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ জানুয়ারি ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদিম শিকারিরা যেমন শিকারকে বধ করার পর বন্য উল্লাসে মেতে উঠে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য সেই উল্লাসেরই প্রতিধ্বনি এ ধরণের মানবতাবিরোধী বক্তব্য কেবলমাত্র বেআইনি অবৈধ সরকারের সদস্যদেরই সাজে।

বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান হিটলারের সহযোগী নাৎসী আইকম্যানের ভুমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুনী বলে আখ্যায়িত করে বিচারের মুখোমুখী করার হুমকি দিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের প্রতিবাদ এই সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, সারাদেশে মানুষ হত্যা ও গুম করে বিএনপির উপর দোষ চাপানো হচ্ছে। এই সরকার যে ভয়ংকর গণদুশমন তার আরও একটি প্রমান হলো-কথিত বন্দুক যুদ্ধে বিএনপি নেতা-কর্মীদেরকে হত্যার জন্য পুলিশকে সমর্থন দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, খালেদা জিয়াকে তার নিজ কার্যালয়ে ইট, বালি ও কাঠের ট্রাকসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার পরও বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি মর্মে প্রধানমন্ত্রী জাতির সামনে যে মিথ্যাচার করেছেন, এছাড়া “সারাদেশে অবরোধ কর্মসূচি দিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, তাঁকে বিচারের মুখোমুখি করা হবে” বলে যে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন তাতে জাতির কাছে আরেকটি মিথ্যাচারের অবতারণা করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপির সদর দপ্তর তালাবদ্ধ রেখে প্রতিদিন বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাদা পোষাকধারীরা তথাকথিত বন্দুক যুদ্ধের নামে কোনো না কোনো মায়ের বুক খালি করছে। এই সব মানবতাবিরোধী অপকর্মগুলো কার নির্দেশে তামিল করা হচ্ছে? সেটিও জনগণ জানে।

এমএম/আরএস