কয়েক দিনের মধ্যে সুষ্ঠু সমাধান : রওশন
আগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে বলে আশা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ, হরতালে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। হাসপাতালে চিকিসাধীন অগ্নিদগ্ধ রোগীদের কাছে প্রায় আধঘণ্টা অবস্থান করেন রওশন এরশাদ।
এসময় বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম, দলের সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার রওশন এরশাদের সঙ্গে ছিলেন।
রওশন এরশাদ বলেন, আমরা হরতাল অবরোধের বিরুদ্ধে সংসদে কথা বলেছি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না। হরতাল, অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। তিনি এ ধরনের কর্মসূচি থেকে বের করে শান্তিপূর্ণ কর্মসূচি দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।
-এএইচ