যাত্রাবাড়ীতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুমুকের আসামি করে মামলা করেছে পুলিশ। যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান শনিবার বিকালে এই মামলা করেন। মামলায় পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসাবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে ‘হুকুমের আসামি’ করার পক্ষে মত দেওয়ার দুই দিনের মাথায় এ মামলা হল।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে ২৭ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এসআই নুরুজ্জামান বলেন, খালেদা জিয়াকে মামলায় হুকুমের আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছ বলে জানান তিনি।
তবে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর এ মামলার বিষয়ে কথা বলতে চাননি। তিনি মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমানের সঙ্গে যাগাযোগ করতে বলেন। মাসুদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএ’র
- ২ খালেদা জিয়া আজীবন জনসেবার এক অনন্য উত্তরাধিকার রেখে গেছেন
- ৩ গুলশান ও নয়াপল্টনে কালো পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত
- ৪ খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি
- ৫ খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-ইইউ’র শোক