সৌদি রাষ্ট্রদূতের বাসায় বিএনপির প্রতিনিধি দল
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের বাসায় গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে গুলশান ২ এর ৫০ নম্বার রোডস্থ রাষ্ট্রদূতের বাসায় যায় বিএনপি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে সৌদি আরবের বাদশার মৃত্যুতে শোক ও সমাবেদনা জানাতে রাষ্ট্রদূতের বাসায় যান তারা।
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ।
-এমএম/আরএস