ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজধানীতে ৫ শিবির কর্মী আটক

প্রকাশিত: ১০:৪৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

কামরাঙ্গীরচরের মুন্সীহাটির তিন রাস্তার মোড়ের ৫ম তলা একটি ভবন থেকে ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে তাদেরকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

আটকরা হলেন- শাকিল খান (২২), আতিকুর রহমান তুষার (২১), আব্দুল মাজেদ (২৩), মাসুম বিল্লা (২৮) ও আনিসুর রহমান (৩১)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে এসআই ইব্রাহিম খলিল উল্লাহ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা একটি সিপিইউ, একটি লেজার বই, আয়ের হিসাব বই, একটি ব্যয়ের হিসাব বই, বিপুল পরিমাণ সদস্য সংগ্রহ সংক্রান্ত ফরম এবং বিভিন্ন কর্মীদের ছবি সম্বলিত একটি অ্যালবাম উদ্ধার করা হয়।

জেইউ/আরএস/আরআই