রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর করেছে র্যাব। শনিবার দুপুরে রিজভীকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর হয়। তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই হুমায়ন কবীর জানান, রিজভী আহমেদকে বিকেল ৪টা ২০ মিনিটে থানায় নিয়ে আসেন র্যাব-১।
উল্লেখ্য, চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার রাত পৌনে ৩টায় রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাব-১ এর একটি দল। এর আগে গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অসুস্থ অবস্থায় রিজভীকে আটক করা হয়। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জানুয়ারি রাতে চুপিসরে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন বিএনপির এই নেতা।
জেইউ/এএইচ/আরআই