ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মোমবাতি জ্বালিয়ে মহিলা দলের বিক্ষোভ

প্রকাশিত: ১১:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ক্যাবল সংযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে মহিলা দলের নেতারা। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

নারায়নগঞ্জ জেলার মহিলা দলের সভাপতি রাশেদা জামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন- মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আয়শা সিদ্দিকা, কেন্দ্রীয় নেত্রী সাদিয়া হক, কলাবাগান থানার মহিলা দলের সেক্রেটারী খাদিজা বেগম, নিউমার্কেট থানার সভাপতি ঝর্ণা খান, নিউমার্কেট থানার সেক্রেটারি পারভীন চুমকি।

এ সময় তারা অবিলম্বে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কসহ সকল সেবা ফিরিয়ে দিতে আহ্বান জানান।

এমএম/আরএস