ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকারকে অপূরণীয় মাশুল দিতে হবে : আব্বাস

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

অবিলম্বে খালেদা জিয়ার বাড়িতে বিদ্যুৎ, টেলিফোন, ডিশ ও ইন্টারনেট সংযোগ ফিরিয়ে না দিলে সরকারকে অপূরণীয় মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো মির্জা আব্বাসের প্রেসসচিব জাহাঙ্গীর আলম মিন্টুর সই করা এক বিবৃতিতে মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 
বিবৃতিতে তারা বলেন, অবৈধ সরকার স্বৈরাচারের সর্বোচ্চ সীমানা অতিক্রম করেছে। যার সর্বশেষ অমানবিক, ন্যাক্কারজনক নজির হলো খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, টেলিফোন, ইন্টারনেট ও ডিশ লাইন বিচ্ছিন্ন করে দেয়া।
 
তারা অভিযোগ করে বলেন, `মন্ত্রী শাহজাহান খানের ঘোষণার ১২ ঘণ্টার মাথায় রাতের আঁধারে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন নেই। আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন সরকারের অবৈধ নির্দেশনা অনুযায়ী চলছে।
 
বিএনপি মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দাবি, সরকার খালেদা জিয়ার ওপর নির্যাতন করছে। খালেদা জিয়া এখন মানবেতর জীবন যাপন করছেন। সরকারের এসব কর্মকাণ্ডসহ বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেয়া ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।
 
বিবৃতিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল সফল করারও আহ্বান জানান তারা।

এএইচ/পিআর