খালেদার কার্যালয় থেকে সিটিসেল মোবাইলসহ যুবক আটক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে বেশ কয়েকটি সিটিসেল মোবাইলসহ মাজহারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করলে ওই যুবককে পুলিশ আটক করে।
ডিবি সূত্রে জানা যায়, কার্যালয়ের আশেপাশে কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক না থাকলেও সিটিসেলের নেটওয়ার্ক পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃত যুবক কয়েকটি সিটিসেল মোবাইল নিয়ে কার্যালয়ের সামনে এলোমেলো ঘোরাঘুরি করে প্রবেশের চেষ্ট করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে মোবাইল সেটগুলো জব্দ করা হয়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ডিশ, মোবাইল নেটওয়ার্কসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে কার্যালয়ের আশেপাশে সিটিসেলের নেটওয়ার্ক পাওয়া যায়।
এমএম/বিএ/এমএস