ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৫ দিনের রিমান্ডে রিজভী

প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছে আদালত। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এ রিমান্ডে নেওয়া হয়।

বুধবার মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা করে দুষ্কৃতিকারীরা। পেট্রলবোমার আগুনে দগ্ধ হন বাসের ৩০ জন যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান ২৪ জানুয়ারি বিকালে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করে দুটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রলবোমা হামলার শিকার নূরে আলম ১ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এএইচ/আরআই