রমনার ওয়ার্ড যুবদল নেতা আটক
রাজধানীর রমনা জোন যুবদলের ৫৩ নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক দুলাল চন্দ্র শীলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে আটক করে রমনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক দুলাল চন্দ্র শীল এর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জেইউ/আরএস/পিআর