ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এক ঘণ্টায় হরতাল-অবরোধ প্রত্যাহার হবে

প্রকাশিত: ০২:৫৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

যে মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দেয়া হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে, তখনই হরতাল-অবরোধ উঠিয়ে নেয়া হবে বলেছেন বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।   

শনিবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিবিসি বাংলাদেশ সংলাপের একশতিনতম পর্বে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের আর কতদিন নিরাপত্তাহীনতার হুমকির মধ্যে জীবন যাপন করতে হবে? দর্শকের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, আজকে জনগণের গণতান্ত্রিক আন্দোলনে কতিপয় দুষ্কৃতিকারী এমন কাজ করছে। এর সাথে বিএনপি’র কোনো সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, যে মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দেয়া হবে তার এক ঘণ্টার মধ্যে হরতাল অবরোধ প্রত্যাহার হবে। সব সহিংসতাও বন্ধ হয়ে যাবে। কারণ হরতাল অবরোধ না হলে দুষ্কৃতিকারী এমন কাজ করতে পারবে না।

একই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, কবে এ সহিংসতা কত দিন চলবে তা বলা যাবে না। সরকারিভাবে যতটুকু সম্ভব তা করছে। সহিংসতা আস্তে আস্তে কমে যাচ্ছে।

আওয়ামী লীগ কেন পুরস্কার ঘোষণা করে বোমা মারছে দর্শকের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগের কোনো লোকই কিন্তু বোমা মারছে না। যারা আওয়ামী লীগ বিরোধী তারাই এ কাজ করছে। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে যারা এ কাজ করছে তারা একাত্তরেও বাংলাদেশের বিরোধীতা করে এ কাজ করেছিল।

অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্টাস্ট্রির সভাপতি হোসেন খালেদ।

অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।

এসআই/বিএ/এমএস