ধর্মঘট ঢাবিতে, বিক্ষোভ বুয়েটে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালীন ধর্মঘট ও হরতালের সর্মথনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কেন্দীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান এর নেতৃত্বে একটি মিছিল বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ের দিকে আসতে চাইলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান, ঢাবি ছাত্রনেতা রজিবুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন,পার্থ দেব মন্ডল, শামীম ইকবাল রিংকু, আনিসুর রহমান শামীম, আমিনুর রহমান, দিদারুল আলম বাবু, আনিসুর রহমান শামীম, আলমগীর কাবির প্রমূখ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি`র পদত্যাগ ও ক্যাম্পাসে সহ অবস্থানের দাবিতে গত ৭ ফেব্রুয়ারি শনিবার থেকে ঢাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল।
এমএম/আরএস/পিআর