ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আবারও খালেদার খাবার আটকালো পুলিশ

প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গুলশান কার্যালয়ে অবস্থানরতদের জন্য নিয়ে আসা খাবার ভেতরে প্রবেশের সময় পুলিশ আবারও বাঁধা দিয়েছে। খাবারগুলো গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুশবু হোটেল থেকে রান্না করা খাবার একটি ভ্যানে করে গুলশান কার্যালয়ের ভেতরে অবস্থানরতদের জন্য নিয়ে আসা হয়। তবে ভ্যানটি গুলশান কার্যালয়ের সামনে আসলে পুলিশ ভেতরে খাবার সরবরাহে বাধা দেয়। পরে ঐ খাবার পুলিশের একটি টিম থানায় নিয়ে যায়।

গুলশান থানার এক কর্মকর্তা জানান, উপরের নির্দেশে খাবার খালেদা জিয়ার কার্যালয়ের ভেতরে নিতে দেওয়া হয়নি।

এদিকে দুপুর সোয়া ১২টায় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের জন্য খাবার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে পাঠানো হয়েছে। সেলিমা রহমানের বাসার কর্মচারী নূরুল ইসলাম জানান, তিনি কেবলমাত্র সেলিমা রহমানের জন্য খোরমা, খেজুর ও মুড়ি নিয়ে এসেছেন।

প্রসঙ্গত, গত বুধবার রাত থেকে গুলশান কার্যালয়ে কোন খাবার প্রবেশ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। ফলে খালেদা জিয়াসহ কার্যালয়ের ভেতরে অবস্থানরতরা এখনো সংরক্ষিত শুকনা খাবার খেয়ে সময় পার করছেন।

এমএম/এএইচ/পিআর