নাগরিক সমাজের প্রতিনিধিরা নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ : সুরঞ্জিত
সংলাপের উদ্যোগ নেয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা নিজেদের বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় এ সব কথা বলেন।
তিনি বলেন, হুদা সাহেবদের উদ্যোগ শুরুতেই গলদ হয়ে গেছে। তারা সকল পক্ষের বিশ্বাসযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। তারা সন্ত্রাস-সহিংসতা-নাশকতা বন্ধ করতে না বলে আলোচনা করতে গিয়েছেন। আলোচনা করার জন্য সমতল ভূমির প্রয়োজন। একটা ভাল কাজ খারাপভাবে শুরু করার কারণে নষ্ট হয়ে গেছে। এটা সংশোধন করে আর ঠিক করা যাবে না।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, যারা সংলাপের উদ্যোগ নিয়েছেন তাদের শুরুতেই ভুল ছিল। বিএনপির অবরোধের নামে সহিংস কর্মকাণ্ডে যারা আওয়ামী লীগকে জড়াতে চাইছেন তারা নিরপেক্ষ নন।
তিনি বলেন, সমস্যার সমাধান রাজনীতিবিদদেরই করতে হবে। বিএনপির সংলাপের প্রস্তাব নির্বাচন নিয়ে নয় বরং তাদের উদ্দ্যেশ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বানচাল করা।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এখন নাশকতা কারা করছে তা নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশ করতে শুরু করেছেন। সহিংসতা জামায়াত-শিবির, বিএনপি, ছাত্র দল করছে-এটা নিয়ে কোনো সন্দেহ করলে তো সংলাপ হবে না। তারা কর্মসূচি দিচ্ছে, নাশকতা করার নির্দেশ দিচ্ছে, তাদের লোকজন ধরা পড়ছে। তারা কর্মসূচি দিচ্ছে আর এটা সফল করার জন্য আওয়ামী লীগ নাশকতা করছে সেটাতো হয় না। সহিংসতা বন্ধ না করে বিশ্বের কোথাও কোনো আন্দোলন এগোয়নি, বিএনপিও আগাতে পারবে না।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি করতে হলে জামায়াত-শিবিরকে ছাড়তে হবে। সহিংসতার জনক জামায়াত। জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। জামায়াতের এজেন্ডা নিয়ে তো আপনারা আগাতে পারবেন না। যতটুকু আগাতে পারবেন সেটা দেশকে ধ্বংস করার পথে। এতে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আপনার দলের নেতাকর্মীদের থেকেও বিচ্ছিন্ন হচ্ছেন। আপনার দলের নেতাকর্মীরাও এটা চায় না।
খালেদা জিয়ার প্রতি নাশকতা বন্ধের আহবান জানিয়ে সুরঞ্জিত বলেন, এই নাশকতা, ধ্বংসযজ্ঞ বন্ধ করেন। তা না হলে জনগণ যে প্রতিরোধ শুরু করেছেন, গণধোলাই দিচ্ছেন এটা আরও জোরালো হবে। সারা দেশের মানুষকে আমরা জাগিয়ে তুলে এই পৈচাশিকতা, বর্বতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
সংগঠনের উপদেষ্টা খন্দোকার ড. ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা হুমায়ুন কবীর মিজি।
আরএস/পিআর