প্রতিহিংসার শিকার পরিবারকে দলের সঙ্গে যোগাযোগের পরামর্শ খালেদার
দলের যেসব নেতাকর্মীকে পুলিশ, ডিবি বা র্যাব তুলে নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে বিএনপি’র কেন্দ্রীয় নেতা, আইনজীবী, সাংবাদিক অথবা বিএনপি’র গুলশান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার বরাত দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন নেতাকর্মীদের লাশ পাওয়া যাওয়া নিয়ে উদ্বিগ্ন খালেদা জিয়া।
নজরুল ইসলাম খান আরো জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার পরিবারগুলো যেন সহজে দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন সে বিষয়েও নেতা-কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এসআরজে/
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান