ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

খালেদা কোন রাজনৈতিক দলের নেত্রী নন : নাসিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ মার্চ ২০১৫

বিএনপি নেত্রী এখন আর কোন রাজনৈতিক দলের নেতৃ নন, তিনি জঙ্গী নেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৫ এর শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঘরে বসে থেকেই তিনি হরতাল আর অবরোধ ডাকেন, যদিও জনগণ তাদের আন্দোলনে কোন সাড়া দেয় না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোথাও এখন আর হরতাল অবরোধ পালিত হয় না। দেশের মানুষ ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে। দেশের সাধারণ মানুষকে হত্যার জন্য দেশের প্রচলিত আইনে খালেদা জিয়ার বিচার হবে।

মোহাম্মদ নাসিম জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোটের মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসের মত গর্হিত অপরাধকে প্রতিহত করার আহ্বান জানান।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া প্রমুখ।

আরএস/আরআই