দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করবে সিপিবি-বাসদ
সারাদেশে জেলা-উপজেলায় আগামী ২০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিবি-বাসদ। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও গণতন্ত্র বাঁচাও’-আওয়াজ নিয়ে সহিংসতা বন্ধ, গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার রক্ষা, জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে সারাদেশে বিক্ষোভ-সমাবেশ, জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ-সমাবেশে সিপিবি-বাসদ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সহিংসতায় মানুষ খুন বন্ধ করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা, গুম-খুন-ক্রসফায়ার-বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, চলমান সংকটের রাজনৈতিক সমাধান, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নানা কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হবে।
এছাড়া নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ সংখ্যানুপাতিক পদ্ধতি চালু, সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের দাবিও তুলে ধরা হবে বলে জানা গেছে।
আরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নিবন্ধন সনদ পেলো আমজনতার দল, প্রতীক প্রজাপতি
- ২ গণমাধ্যমে হামলার দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিবাদ
- ৩ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি
- ৪ দিপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা মানবতার জন্য চরম লজ্জাজনক
- ৫ রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যেন পাশের দেশে আশ্রয় না পায়