খালেদা জিয়াকে খাবার দিতে গিয়ে আটক ২
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খাবার দিতে গিয়ে আটক হয়েছেন দুই ব্যক্তি। আটক জুয়েল খান ও ইঞ্চিনিয়ার মো. নাসির উদ্দিন ঢাকা মহানগর ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে গুলশান কার্যালয়ের সামনে থেকে গুলশান থানা পুলিশ তাদেরকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল ও নাসির নামে দুই ছাত্রদল কর্মী খালেদা জিয়ার জন্য পেপে, বোরহানি ও বিরিয়ানি নিয়ে কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএম/বিএ/আরআই