ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আত্মগোপনে আছেন সালাহ উদ্দিন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৭ মার্চ ২০১৫

নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উনি ( সালাহ উদ্দিন আহমদ) এর আগেও আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানি পদ্ধতিতে সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। আমরা আগেও তাকে খুঁজছিলাম, এখন গোয়েন্দা পুলিশ তাকে খুঁজছে।

এ তিনি আরো বলেন, ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বঙ্গবন্ধু খুনি মুসলেহ উদ্দিনসহ পলাতক কয়েকজনের অবস্থান সনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

আরএস