ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

২০ দলের হরতাল চলছে

প্রকাশিত: ০৩:৩২ এএম, ১৯ মার্চ ২০১৫

চলমান অবরোধের মধ্যে সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা বর্ধিত ৪৮ ঘন্টার হরতাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে। বুধবার সকাল ৬টা থেকে এ বর্ধিত হরতাল শুরু হয়েছে। হরতাল শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

এর আগে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা হরতাল পালন করা হয়। মঙ্গলবার জোটের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু বর্ধিত হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার-নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাকে ফিরিয়ে দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে বৃহস্পতিবার সব নগর-মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও মহল্লায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।  
 
গত ছয় সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে বিএনপি জোট। হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি।

বিএ/এমএস