আইনশৃঙ্খলা বাহিনীই সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে : হাসিনা আহমেদ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতোই অস্বীকার করুক, তারাই সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ সময় তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সহযোগিতা চান।
হাসিনা আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। কাজেই তাদের দায়িত্ব এখন তাকে জনসম্মুখে হাজির করা।
প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখে হাসিনা আহমেদ বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি তিনি যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন, তারা যেভাবে আমরা স্বামীকে তুলে নিয়ে গেছে, ঠিক সেভাবে যাতে তাকে জনসম্মুখে হাজির করে আমাকে ও আমার ছেলে-মেয়েদের মানসিক অস্থিরতা থেকে মুক্তি দেন।
বিএ/এমএস