ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মান্নার সুচিকিৎসা হচ্ছে না : অভিযোগ স্ত্রীর

প্রকাশিত: ১০:১৩ এএম, ২৯ মার্চ ২০১৫

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মেহের নিগার। রোববার বেলা ১১টায় গুলশান বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, রাজনীতি আগে নয়, মানুষের জীবন আগে। মান্নার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ সাপেক্ষে সুষ্ঠু বিচার হোক। তবে আগে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন।

তিনি বলেন, অবৈধভাবে মান্নার রিমান্ড চাওয়া হয়েছে। গত ১৮ মার্চ সবার অজান্তে তাকে রিমান্ডের আদেশ দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আদালতে মামলার আসামি ও আইনজীবীর উপস্থিত থাকার কথা। কিন্তু তাদের কিছুই জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মান্নার মেয়ে নিলম মান্না এবং আইনজীবী বেগ মাসুম জাহান।

এএইচ/পিআর