ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিটি নির্বাচন : বাপ-বেটা জমা দিলেন মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০২ পিএম, ২৯ মার্চ ২০১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু ও তার ছেলে তাবিত আওয়াল।

এর আগে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন রোববার দুপুরে তাবিত আওয়ালের পক্ষে সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে বিকেলে উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসে তার পক্ষে মনোনয়ন জমা দেন প্রস্তাবকারী ড. মো. শহিদুল আলম। মনোয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং অফিসার শাহ আলম। এর আগে তার বাবা আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন তার ভাই তাফসিরুল এম আউয়াল।

বিএনপি সূত্রে জানা গেছে, যদি কোনো কারণে আবদুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল হয়ে যায়। সে ক্ষেত্রে তার ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শহিদুল আলম সাংবাদিকদের বলেন, তাবিথ আউয়াল বিএনপির পক্ষে থেকে নয়, স্বাধীনভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

বাবার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, বাবার সঙ্গে তার দ্বন্দ্ব আছে কি না আমি কিছু বলতে পারব না। থাকলেও থাকতে পারে, এটা উনি বলতে পারবেন।

এএইচ/পিআর