পোস্টারে ছবি রাখার বিষয়ে যুবদলের নির্দেশনা
পোস্টার ছাপানোর সময় ছবি রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
নির্দেশনা অনুযায়ী পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব প্রকাশনায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া যুবদলের কোনো প্রকাশনায় অন্য কারও ছবি রাখা যাবে না।
সংগঠনের এমন নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া কেন্দ্রীয় নেতাদের জন্য ফুল না নিয়ে আসার জন্য যে নির্দেশনা দেয়া হয়েছিল তা পুরোপুরি পালন করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার রাতে সংগঠনটির দফতরের দায়িত্বে নিয়োজিত যুবদল নেতা মো. সারওয়ার হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এমএম/ওআর/পিআর