রোববার বাসায় ফিরছেন খালেদা
তিন মাস দুই দিন গুলশান কার্যালয়ে অবস্থানের পর রোববার বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে দুর্নীতির দুই মামলায় হাজিরা শেষে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’তে ফিরবেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া রোববার সকাল সাড়ে ৯টায় জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে বকশিবাজারের অস্থায়ী আদালতের উদ্দেশে বের হবেন। সেখানে হাজিরা শেষে তিনি সরাসরি গুলশানে ভাড়া বাসায় ফিরবেন।’
এর আগে, চলতি বছরের ৩ জানুয়ারি রাত থেকে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখানে অবস্থানকালেই বিদেশে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। কোকোর মরদেহ এই কার্যালয়েই নিয়ে আসা হয়।
এসআরজে
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া ছিলেন দুঃখের পাষাণে গড়া শুভ্র চন্দনের মতো: আলাল
- ২ ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
- ৩ ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, জানাজায় অংশ নেওয়ার অনুরোধ
- ৪ খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ
- ৫ জানাজায় অংশ নিতে ভোলা থেকে লঞ্চে যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী