নয়াপল্টন কার্যালয়ে আবারও পুলিশ মোতায়েন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ৬টা থেকে পুলিশ মোতায়েন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। পাশাপাশি একটি জলকামান ও একটি সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যালয়ের সামনে অবস্থান করলেও নয়াপল্টনে বিএনপির কয়েকজন কর্মচারী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন।
সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।
এমএম/বিএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রিয় ম্যাডামকে একনজর দেখতে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়
- ২ খালেদা জিয়া ছিলেন দুঃখের পাষাণে গড়া শুভ্র চন্দনের মতো: আলাল
- ৩ ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
- ৪ ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, জানাজায় অংশ নেওয়ার অনুরোধ
- ৫ খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ