৯৩ দিন পর কার্যালয় থেকে বের হলেন খালেদা
গত ৩ জানুয়ারি থেকে টানা ৯৩ দিন পর অবশেষে গুলশান কার্যালয় থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা আলিয়ার বিশেষ আদালতে হাজিরা দিতে রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কার্যালয় থেকে বের হন।
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট মামলার হাজিরা দিতে তিনি কার্যালয় থেকে বের হয়েছেন। হাজিরা শেষে নিজ বাসায় তিনি যেতে পারেন বলে জানিয়েছে গুলশান কার্যালয়ের একটি সূত্র।
এর আগে গত ৪ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ এপ্রিল দিন নির্ধারণ করেন আদালত।
ওইদিন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ বহাল রেখে রায় দেন বিচারক আবু আহমেদ জমাদ্দার।
এমএম/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ প্রিয় ম্যাডামকে একনজর দেখতে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়
- ২ খালেদা জিয়া ছিলেন দুঃখের পাষাণে গড়া শুভ্র চন্দনের মতো: আলাল
- ৩ ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
- ৪ ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, জানাজায় অংশ নেওয়ার অনুরোধ
- ৫ খালেদা জিয়ার আপসহীন মনোভাব মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে: নাহিদ