গ্রেফতার আতঙ্কে নয়াপল্টন কার্যালয়ে নেই শীর্ষ নেতারা
প্রায় তিন মাসের বেশি সময় পর বিএনপির নয়াপল্টন কার্যালটির খোলার পরও শীর্ষ নেতাদের উপস্থিতি নেই কার্যালয়টিতে। গ্রেফতার আতঙ্কেই কার্যালয়ে আশা বন্ধ রেখেছেন তারা। তবে পুলিশ বলছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কার্যালয়ের সামনে অবস্থান নিচ্ছেন।
গত শনিবার সন্ধ্যায় কার্যালয়ের তালা ভেঙ্গে দলটির কয়েকজন নেতা ভেতরে প্রবেশ করলেও রোববার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসেছিলেন কার্যালয়টিতে।
তবে সোমবার দলটির দুই সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও আবদুল লতিফ জনি এবং ছাত্রদলের কেন্দ্র্রীয় সহসাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না ছাড়া বিএনপির কোনো নেতাকেই কার্যালয়ে দেখা যায়নি।
বিএনপি সূত্রের দাবি, গ্রেফতার এড়াতেই কার্যালয়ে আসছেন না শীর্ষ নেতারা। কার্যালয়টি খোলার অনুমতি দেয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের আটকের জন্য ফাঁদ এঁকেছেন। তাই গ্রেফতার এড়াতেই কার্যালয়টিতে আসা বন্ধ রেখেছেন দলটির শীর্ষ নেতারা।
এদিকে কার্যালয়ের সামনে দায়িত্বরত মোমিন নামে এক পুলিশ সদস্য জানান, তারা কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতেই সামনে অবস্থান করছেন।
এমএম/বিএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ
- ২ ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন মঙ্গলবার
- ৩ ৫ হাজার ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা
- ৪ দুর্বৃত্তদের হামলায় আহত নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন
- ৫ খালেদা জিয়াকে দেখতে রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান