কোকোর কবরে মহিলা নেত্রীদের হট্টগোল
ফাইল ফটো
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকাের কবর জিয়ারতকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোল দেখা দিয়েছে। সোমবার বিকাল ৫টায় ছোট ছেলের কবর জিয়ারত করতে খালেদা জিয়া বনানী কবরস্থানে যাবেন এই সংবাদে বিকেল ৪টা থেকে কবরের চারপাশ দখলে নিয়েছেন বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, করবের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টা থেকেই মহিলা নেত্রীদের সঙ্গে মহানগর ও তৃণমূলের নেতাদের কয়েকদফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিএনপির সিনিয়র নেতাদেরকে কবরের পাশে দাঁড়ানোর সুযোগ না দেয়ায় ব্যাপক হ্ট্টগোল বেধে গেছে।
এছাড়া করবের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে মহিলা নেত্রীরা বেশ কয়েকবার একে অন্যের সঙ্গে ঝগড়া লাগান। বিকাল ৫টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় কোকোর কবরের চারপাশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কিছুক্ষণ পর পর দাঁড়ানোকে কেন্দ্র করে এখানে ব্যাপক হট্টগোল হচ্ছে। খালেদা জিয়া এখনো বনানী কবরস্থানে এসে পৌঁছাননি।
এদিকে গত ২৭ জানুয়ারি কোকোকে দাফনের সময় যারা আত্মগোপন কৌশল অবলম্বন করায় বনানী কবরস্থানে আসেত পারেননি এমন অনেক নেতাকেই আজ এ কবরস্থানে দেখা গেছে।
এমএম/বিএ/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
- ২ আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না: সামান্তা শারমিন
- ৩ আসন সমঝোতা প্রায় সম্পন্ন, শিগগির জানানো হবে: জামায়াত আমির
- ৪ অনেকেই আসতে চান, এ মুহূর্তে সবাইকে জায়গা দেওয়া কঠিন: জামায়াত আমির
- ৫ এলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির