ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বিএনপিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক : মায়া চৌধুরী

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

সন্ত্রাসী দল হিসেবে বিএনপিকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। বিএনপি হলো সন্ত্রাসী দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জা ও ঘৃণার। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি যদি সন্ত্রাসী সংগঠন না হয় তাহলে কানাডার আদালতে নিজেদের গণতান্ত্রিক দল হিসেবে প্রমাণ করুক। না হলে এদেশে কোনো সন্ত্রাসী সংগঠন রাজনীতি করতে পারবে কিনা দেশবাসীকে ভেবে দেখতে হবে।

শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, এমপি এসব কথা বলেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মায়া বীরবিক্রম মিলনায়তনে বিদ্যুতের নবনির্মিত ২৫ কিলোমিটার লাইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

matlab

তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ দেয়া হবে। ২০২১ সালের মধ্যে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ভারত, নেপাল ও ভুটান থেকে চাহিদামতো বিদ্যুৎ আমদানি করা হবে।

ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, যুবলীগের কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন দীপু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল কালাম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী প্রমুখ।

পরে মন্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

এমএএস/এমএস