কারও আবদার রক্ষার্থে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না
বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং বর্তমানে দেশে যে সরকার আছে তারাই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে নির্বাচন হবে, কারও আবদার রক্ষার্থে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতাদের সংবিধান ভালোভাবে পড়ার পরামর্শ দেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, কোন সরকারের অধীনে নয়। এমনকি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও তখন নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকে। তাই আপনারা নির্বাচনকালীন যে ‘বিশেষ সরকারের’ দাবি করছেন তা নিতান্ত অমূলক।
হাছান বলেন, আশা করবো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। গত নির্বাচনে না এসে বিএনপি আত্মহননের যে পথ বেছে নিয়েছিল তা এবার পরিহার করবে। বিএনপির অংশগ্রহণে আমরা দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চাই।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এইউএ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: জামায়াত
- ২ তারেক রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক: সালাহউদ্দিন
- ৩ চট্টগ্রামের সব আসনে বিএনপি বিজয়ী হবে: আমীর খসরু
- ৪ তাহাজ্জুদের পর কেন্দ্রে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে
- ৫ ২০টি অঙ্গীকার করেছি, যা প্রতিশ্রুতি নয় আমার দায়বদ্ধতা: রবিন