রনির আংটি
সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আংটি প্রতীক পেয়েছেন। শুক্রবার রিটার্নিং কর্মকর্তা এ প্রতীক বরাদ্দ দেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রনি লিখেন- অলৌকিকভাবে আংটি প্রতীক বরাদ্ধ পেলাম। আলহামদুলিল্লাহ! প্রতীক হিসেবে আংটি পেলাম। চেয়েছিলাম ঘড়ি। তারপর চাইলাম জাহাজ। লটারিতে পরাজিত হয়ে ভাগ্যে জুটলো আংটি।
সবকিছুর মালিক আল্লাহ এবং তিনিই উত্তম ফয়সালাকারী। হে আল্লাহ আজকের এই পবিত্র দিনে তুমি আমাকে রহম করো। বরকত দাও এবং বিজয়ী করো তোমার দেয়া প্রতীকটিকে।
হে আল্লাহ! তুমি জানো, আমার মনের অবস্থা। তোমার দেয়া দানের ব্যাপারে তুমি একটু খোঁজ রেখো- আমার তাহলে আর কিছুই লাগবে না।
এএইচ/বিএ/পিআর