ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গ্রেফতার হলেই বুঝবেন জয় নিশ্চিত : খন্দকার মাহবুব

প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ এপ্রিল ২০১৫

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রাস্তায় নামলে পুলিশ যদি আপনাদের গ্রেফতার করে তাহলে বুঝতে হবে আপনাদের প্রার্থীর জয় নিশ্চিত। কারণ এতেই স্পষ্ট হবে যে, আপনাদের নির্বাচন থেকে সরিয়ে দিতে সরকার চেষ্টা চালাচ্ছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ঘরে থাকলেও আপনারা গ্রেফতার-নির্যাতনের শিকার হবেন। তাই শেষবারের জন্য হলেও রাস্তায় নেমে আসুন।

বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান ও পেশাজীবী নেতা সেলিম ভূঁইয়ার মুক্তি দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএইচ/বিএ/পিআর