তিন সপ্তাহের জামিন পেলেন আব্বাস
পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় তিন সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার দুপুরে হাইকোর্টের জেষ্ঠ্য বিচারপতি এই আদেশ দেন। এর আগে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দুই মামলার শুনানি হয়। আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, সোমবার দুপুরে তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান আব্বাস। এর আগে, রোববার মির্জা আব্বাসের পক্ষে তিন মামলায় আগাম জামিনের আবেদন দায়ের করেন তার আইনজীবী। রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় মামলা তিনটি করা হয়।
এমএম/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন জাপার ৩ জন, নামঞ্জুর ২
- ২ মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ
- ৩ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয়, জাপা প্রার্থীদের বেড়েছে নগদ অর্থ
- ৪ কাল-পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা: জামায়াত আমির
- ৫ শ্রমিক অধিকার সংরক্ষণে সম্পদ সৃষ্টি ও সঠিক পরিকল্পনা প্রয়োজন