ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সাঈদ খোকনের পক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গণসংযোগ

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

সহস্র নাগরিক কমিটির ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে সূত্রাপুর ও কোতয়ালীতে গণসংযোগ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে তারা এ গণসংযোগ করেন।

সূত্রাপুর থানা থেকে শুরু করে দেবেন্দ্র দাস লেন, ডাইল পট্টি, শাখারী বাজার, তাঁতী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং সাইদ খোকনের পক্ষে ইলিশ মাছ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে নেতৃবৃন্দ তিনটি পথ সভায় বক্তব্য রাখেন।

এটিএম শামসুজ্জামান বলেন, আগামী ২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা দক্ষিণে সাঈদ খোকন ও উত্তরে আনিসুল হককে বিপুল ভোটে নির্বাচিত করে প্রমাণ করে দিতে হবে ঢাকাবাসী বোমাবাজ, সন্ত্রাসী, মানুষ হত্যাকারীদের পছন্দ করে না।

এ সময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, অভিনেত্রী পারুল আক্তার লোপা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস/আরআই