ঢাকাকে ওয়াই-ফাই নগরী করার অঙ্গীকার রেজাউলের
ফাইল ছবি
ঢাকাকে ওয়াই-ফাই নগরী করাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও দূর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে পর্যাপ্ত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদপার্থী ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে নির্বাচনী ইশতেহারে এ অঙ্গীকার করেন তিনি।
‘টেবিল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ইশতেহারে তিনি বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার ও মাতৃসেবা কেন্দ্র স্থাপন, নগরবাসীর জন্য চিকিৎসা বিমা প্রচলন করা হবে।
রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচিত হলে মেট্রো সরকার প্রচলন, ডিজিটাল নগর পরিকল্পনা, যানজট নিরসনে প্রশস্ত ফুটপাত, বাড়ি ভাড়া আইন সংস্কার ও বাড়ি ভাড়ার সীমা নির্ধারণসহ ঢাকা দক্ষিণকে দক্ষিণ এশিয়ার সিংঙ্গাপুর সদৃশ একটি সফল বাসযোগ্য নগর হিসেব গড়ে তোলা হবে।
এ সময় সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক বিচারপতি সিকদার মকবুল হক, ড. মোমেনা খাতুন, আবদুল মালেকসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একে/আরআই