ঝাড়ুর পর এবার বেলচা হাতে মাহী বি. চৌধুরী
উত্তরার রাজলক্ষ্মী মোড় ঝাড়ু দিয়ে নির্বাচনী প্রচারণার পর এবার রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাত পরিস্কার করলেন বিকল্পধারা বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী।
রোববার মোহাম্মদপুরে বেলচা হাতে রাস্তা ও ফুটপাত পরিস্কার করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়া মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারের বিষয়ে তার ফেসবুক স্ট্যাটাসে জানান, আমরা যে পথটাতে হাঁটছি, পথটা যেন হয় সততা, মানবিক, কষ্টার্জিত, সন্মান, বিশ্বাসের পরিছন্নতায় পরিপূর্ণ। সাথে থাকুন, সহযোগিতা করুণ, সাহায্য করুন গড়ে তুলতে একটি স্বাস্থ্যকর সমাজ, শহর, দেশ।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকল্পধারার মাহী বি. চৌধুরী।
আরএস/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম
- ২ তারেকের প্রত্যাবর্তনে শুরু হবে গণতন্ত্র পুনরুত্থানের নতুন অধ্যায়
- ৩ একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুদু
- ৪ ঢাকার ৩টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ করলেন যারা
- ৫ নির্বাচন নিয়ে জনগণের সংশয়, স্বাধীন দেশের জন্য অশনিসংকেত: সালাম