মিরপুরে নির্বচনী প্রচারে তাবিথ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর মিরপুর এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে তিনি এ প্রচারণা শুরু করেন।
জানা গেছে, এদিন মিরপুর ১০ নম্বর সেকশন পানির ট্যাংকির পাশে তরুণ সেচ্ছাসেবীদের সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেবেন তাবিথ। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আদাবর সম্পা মার্কেট থেকে শুরু করবেন প্রচার ( ৩০ নম্বর ওয়ার্ড)। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত তিনি শ্যামলী ২ নম্বর রোড থেকে শুরু করে ২৮ নম্বর ওয়ার্ডে প্রচার চালাবেন।
দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কাজীপাড়া জামে মসজিদ থেকে শুরু করে ১৪ নম্বর ওয়ার্ড ঘুরে ভোট চাইবেন তাবিথ। সাড়ে তিনটা পর্যন্ত মিরপুরের ১৩ নম্বর সেকশনে ৪ নম্বর ওয়ার্ড ঘুরবেন। এরপর মিরপুরের ১৪ নম্বর সেকশন ডেন্টাল কলেজে (ওয়ার্ড-১৫) গণসংযোগ করবেন তাবিথ আউয়াল।
এছাড়া আজ তার মা নাসরিন ফাতেমা আউয়াল ছেলের পক্ষে খিলগাঁও চৌধুরীপাড়ার পল্লীমা সংসদ থেকে নির্বাচনী প্রচার করবেন।
এমএম/এএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান