শাহজাহানপুরে নির্বাচনী প্রচারে খালেদা
ফাইল ছবি
রাজধানীর শাহজাহানপুর এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে এ প্রচার শুরু করেছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছেন খালেদা। খালেদা জিয়ার এ প্রচারে সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মাহবুব আলম ডিউ প্রমূখ।
এর আগে বিকেল সাড়ে ৫টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা করেন তিনি। এদিকে আজও পুলিশি প্রটোকল ছাড়াই নির্বাচনী প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া।
এমএম/বিএ/আরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ মঙ্গলবার গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয়
- ২ হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে: আখতার
- ৩ ২৪ না হলে আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক শব্দ বের হতো না
- ৪ অধিকার প্রতিষ্ঠার নির্বাচনের মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো
- ৫ জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ দিতে বললেন মাহমুদুর রহমান